সবুজ এই পাহাড় তলে

হো হো হো…
সবুজ এই পাহাড় তলে
আমাদের দিন কাটে আজ
আমাদের মুক্তি পাগল দিন,
ওপারেই স্বদেশ আমার
শিকলে বেঁধে রাখা
মা আমার ব্যাথায় মলিন।

আগুনে ঘর পুড়েছে, পুড়েছে স্বপ্ন বাগান
আমাদের বোন কেঁদেছে, নিয়ে অপমান,
সাহসী ভাইয়ের বুকে, বিঁধেছে তপ্ত শিশা
গেয়েছিলো কৃষ্ণচূঁড়া পলাশের গান।

শিখেছি ঠিক নিশানা, ভেবোনা মাগো তুমি
রক্তে দুলেছে আজ, প্রলয়ের ঢেউ,
আমরা হার মানি না, ছুঁয়েছি রক্তকমল
তোমাকে বন্দী রেখে, ফিরবো না কেউ।

গেরিলা যোদ্ধা সেজে, শত্রুর সামনে যাবো
বাতাসে উঠবে কেঁপে, বিস্ফোরণ,
ফিরে যদি না আসি আর, ঘুমিয়ে পড়লে মাগো
বুকেতে জড়িয়ে রেখো, ক্লান্ত জীবন।

পাহাড়ের চূঁড়ায় উঠি, নেমে আসে ঝর্নাধারা
হরিণের চোখে নাচে, মাদলের সুখ,
বঙ্গোপোসাগর থেকে, ভেসে আেসে শঙ্খধ্বনি
জোঁছনা বাজায় যে তাই, বিজয় নুপূর।

কন্ঠ ও সুর: মাহমুদুজ্জামান বাবু