ভীরু মন

আরেক নতুন গান নিয়ে
শুরু হলো এ সন্ধ্যাবেলা,
আবার সে একই অনুরোধ।
স্বেচ্ছায় এ মনটাকে
আমি করবো না প্রতারনা,
কাঁদে এ আমার ভীরু মন।

তোমারই, এত সুখের ছড়াছড়ি
আমি দেখেছি নিরব আড়াল থেকে,
তোমারই, এত ভাল থাকা দেখে
আমি পারিনি দিতে শান্তনা মনে।

স্বেচ্ছায় কোন স্বপ্নকে
ধরে রাখবো না হৃদয় অনলে,
এ আমার ব্যথার অবসর।
নিঃস্বার্থ সন্দেহ
মনে থাকবে না গহীন দহনে,
কাঁদে এ আমার ভীরু মন।

নির্ভয় কোন ভাবনা আসে না মনে
আমার এ ভীরু মন শুধু প্রশ্ন করে,
এ মিছে জীবন চেয়ে মরণ ভাল না
আমি, আছি তোমার প্রতীক্ষায়।

আবার এক ভোর এলে
আমি চাইবো না তোমায় রেখে,
আসুক কোন নতুন প্রেমের মুখ।
অকাল বোধনে
আমি চাইবো না তোমায় রেখে,
কাঁদুক এ আমার ভীরু মন।

কথা: মাকসুদুল হক
মূল সুর: বিদেশী গান