উচ্চপদস্থ তদন্ত কমিটি

বিশ্ববিদ্যালয়ে সারারাত অবিরাম গোলাগুলি
আর পরদিন বীভৎস মরদেহের দেখি প্রতিকৃতি,
তাই পত্রিকার আজ বাড়তি কাটতি
শুনি প্রতিবাদ, প্রতিশোধ, কর্মসূচী।

মিছিল শেষে পণ্ড হল ভণ্ড শোক সভা
তীব্র নিন্দা কড়া প্রতিবাদের তরল উৎকণ্ঠা
সমবেদনার গভীর অভয় দেখিয়ে
চলে প্রাগৈতিহাসিক বাগধারা

আর আমি শুনি মা-বোনের কান্না,
আর বাবার গোঙ্গানি,
শুনি গুপ্ত প্রেমিকার আর্তনাদ আর
নির্লজ্জ আস্ফালনে খুনিদের জয়ধ্বনি।

গঠিত হয়েছে উচ্চ পদস্থ তদন্ত কমিটি
সৌজন্যমূলক সান্ত্বনার সমিতি,
আর আমলাতান্ত্রিক জটিলতার মুখে
গণতন্ত্র কেন বিপথগামী।

উচ্চ পদস্থ তদন্ত কমিটি
ন্যায় বিচার পাবার আশ্বাসের সমিতি,
আর ন্যায় বিচার যদি কেউ না পায়,
রয়েছে উচ্চ পদস্থ তদবিরি।

ফটাস! করে ফাটলো খুলি আর এক তরুণীর
ট্রাকের চাপার তলে মৃত্যুর বর্ণনা ভয়ঙ্ককরী,
তাই বান্ধবীর আকুল নতুন দাবি
চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি।

পত্রিকাতে বান্ধবীদের শুনি কান্নার ছবি
আর উত্তেজক স্মরণ সভায় আছে
কিছু ফাঁকা বুলি,
ট্রাকের মালিকরা রেখেছে জিম্মি কেন
জবাব চাই নেতা-নেত্রী।

আর সড়কের নাম পাল্টে স্মরণ করি
হয়ে গেছে যারা আজ প্রাণহানি,
উচ্চ পদস্থ তদন্ত কমিটি
এ মিথ্যে আশা আশ্বাসের সমিতি,
আর সত্য মিথ্যা বেচেই রবে
জানবেনা কখনো বাঙ্গালী।

৯২-এর ২১শে জুনে প্রেসক্লাব অভ্যন্তরে
বেত্রাঘাত, রাইফেল বাট আর কাঁদুনে গ্যাসে,
বজ্র ভূমিকার ঠাঠা পড়লো মুক্ত চিন্তার মন্দিরে
মন্ত্রী মহোদয়ের অসীম দয়ায় সাংবাদিক হাসপাতালে।
শত্রু-মিত্র ভাগ করে দুঃখ একই শয়নকক্ষে
আবার পত্রিকার আজ বাড়তি কাটতি,
আর মালিক পক্ষ পাজেরো জীপে।

আর আমি শুনি মা-বোনের কান্না,
আর বাবার গোঙ্গানি,
শুনি নিষ্পাপ শিশুর আর্তনাদ আর
নির্লজ্জ আস্ফালনে পুলিশের বাড়াবাড়ি।

গঠিত হয়েছে উচ্চ পদস্থ তদন্ত কমিটি
দৃষ্টান্তমুলক শাস্তির প্রতিশ্রুতি,
আর দৃষ্টান্ত কখন চোখেও দেখিনি আশাও করিনি
উচ্চ পদস্থ তদন্ত কমিটি।

উচ্চ পদে গলাগলি আর দলাদলি
আর গণতন্ত্রের নামে হচ্ছে ডাকাতি,
দোহাই তোমার মুক্তবাজারের অর্থনীতি
আর এই প্রচণ্ড গরম
ছেঁড়ে দাও আমাদের,
আমরা অনেক দেখেছি।

কন্ঠ ও কথা: মাকসুদুল হক
সুর: ফিডব্যাক
আবৃত্তির অংশ: আশরাফ সিদ্দিকী’র ‘তালেব মাষ্টার’ কবিতা থেকে নেয়া।