হা-ডু-ডু

এই টিক টিক টিক টিক টিক টিক টিক টিক,
টিক টিক টিক টিক টিক টিক টিক টিক।
ঝাপাইয়া পররে মর্দ ধইরা থাকো কইষা
ছাইড়োনা ছাইড়োনা বন্ধু থাইকোনাকো বইসা।।

হলে হোক সর্বনাশ ছাড়বো না আজ
ধরেই থাকবো কাদায় ধূলায়, জান যদি যায় যাক।।
এই টিক টিক টিক টিক টিক টিক টিক টিক,
টিক টিক টিক টিক টিক টিক টিক টিক।

কাছা মেরে নেমে পড় ডান থেকে বাম থেকে
কষে ধর কষে ধর ভুলে যাও ভয়ডর।।
এই টিক টিক টিক টিক টিক টিক টিক টিক,
টিক টিক টিক টিক টিক টিক টিক টিক।

কন্ঠ ও সুর: ফারুক মাহফুজ আনাম জেমস
কথা: মেছের মণ্ডল, লোকনাথ, মারজুক রাসেল
(বিঃদ্রঃ মেছের মণ্ডল ও লোকনাথ সম্পর্কে সঠিক কোন তথ্য সংগ্রহ করা সম্ভব হয় নি।)