পাখি উড়ে যা

দিনের শেষে নীড়ের টানে
মন যদি কাঁদে।।
তবে খুলে দাও,
খুলে দাও খাঁচা।।

পাখি উড়ে যা যারে…
পাখি উড়ে যা।।

মুক্ত ডানায় যেখানে খুশি
যেতে যদি চাও।।
তবে খুলে দাও,
খুলে দাও খাঁচা।।

গাছের শাখায় পাতার ফাঁকে
কুহু কুহু সুরে গান গেয়ে যাও,
সীমানা ডিঙিয়ে আকাশে আকাশে
মেঘের দেশে মেঘ ছুঁয়ে যাও
খুলে দাও… খুলে দাও খাঁচা,
তবে খুলে দাও খুলে দাও খাঁচা।

মাঘের শেষে ফাগুন মাসে
প্রেম যদি চাও প্রেমের বাতাসে,
শিকারী শোন শিকার ভুলে
জীবন বাঁচাও শুধু খুলে দাও
খুলে দাও… খুলে দাও খাঁচা,
তবে খুলে দাও খুলে দাও খাঁচা।

কন্ঠ ও সুরঃ ফারুক মাহফুজ আনাম জেমস
কথাঃ লোকনাথ, মারজুক রাসেল
(বিঃদ্রঃ লোকনাথ সম্পর্কে সঠিক কোন তথ্য সংগ্রহ করা সম্ভব হয় নি।)