পত্র দিও

যেখানেই থাকো, যেভাবেই থাকো।।

ছন্নছাড়া দুঃখের ভোরে,
এক চিলতে রোদের ভিড়ে,
পত্র দিও পত্র দিও পত্র দিও,
নিজের প্রতি যত্ন নিও যত্ন নিও।

দুপুর বেলার আলসেমিতে
পুরনো দিনের ভাবনা এলে,
তুখোড় কোন গল্পের ফাঁকে
মনে পড়ে গেলে এই আমাকে।

বৃষ্টির রাতে একলা ঘরে
ভেজা হাওয়ার পরশ পেয়ে,
ঘুম ভেঙ্গে উঠে উদাসী হলে
মনে পরে গেলে এই আমাকে।

কন্ঠ ও সুরঃ ফারুক মাহফুজ আনাম জেমস
কথাঃ লোকনাথ, মারজুক রাসেল
(বিঃদ্রঃ লোকনাথ সম্পর্কে সঠিক কোন তথ্য সংগ্রহ করা সম্ভব হয় নি।)