শারাবে শারাব

ডুবে আছি বিষে
ডুবে আছি পাপে,
ঐ আমার এক পা কার্ণিশে
আরেক পা শূন্যে।
শারাবে শারাব ঘোরে ঘোর
ঘোরে ঘোর তারপর ঘন ঘোর।

মুঠো খুলে চেয়ে দেখি
রেখায় রেখায় দুঃখ লেখা।।
বেদনার নদী বইছে আমার
বুকর ভেতর একা একা।
শারাবে শারাব ঘোরে ঘোর
ঘোরে ঘোর তারপর ঘন ঘোর।

দু’চোখ বুজে আজো দেখি
ওরে চোখের পাতায় স্বপ্ন আঁকা।।
সপ্ন মুছে গেলে আমার
পৃথিবীটা ভীষণ ফাকা।
শারাবে শারাব ঘোরে ঘোর
ঘোরে ঘোর তারপর ঘন ঘোর।

কন্ঠ ও সুরঃ ফারুক মাহফুজ আনাম জেমস
কথাঃ মেছের মণ্ডল, লোকনাথ, মারজুক রাসেল
(বিঃদ্রঃ মেছের মণ্ডল ও লোকনাথ সম্পর্কে সঠিক কোন তথ্য সংগ্রহ করা সম্ভব হয় নি।)