চারিদিকে মাটির দেয়াল

চারিদিকে মাটির দেয়াল
উপরেতে ছাঁদ,
কলাপাতা কঞ্চি বাঁশে
নরম ঘরের বাঁধ,
সেই ঘরেতে থাকতে হবে
পাপে ভরা কাঁধ।

হয়তো তুমি ভাবছো দিনে
অতীত কোন কথা,
আমার তখন আন্ধার রাতি
সর্বয় অঙ্গে ব্যাথা,
আমার চোখে ঘুমের নেশা
তোমার স্বপন সাঁঝ।

ছিলাম আমি তোমার পাশে
তোমায় ছুঁয়ে ছুঁয়ে,
সেসব স্মৃতি তুলে নিও
চোখের জলে ধুয়ে,
আমায় ভেবে ভুলে যেও
যতই অবসাদ।

কন্ঠ: এন্ড্রু কিশোর
সুর: প্রণব ঘোষ