এক আকাশে

এক আকাশে সূর্য থাকে চন্দ্র থাকে
থাকে অনেক তারা,
এই চোখেরই নীলিমাতে আছো তুমি দিনে রাতে
করলে দিশেহারা।

নদীর বুকে ঢেউ থাকে
ফুলের বুকে ঘ্রাণ,
আমার বুকে তুমি আছো
যেথায় থাকে প্রান।

থেকো তুমি ছায়া হয়ে
সুখে-দুঃখে মায়া হয়ে,
ভেবোনা আমাকে ছাড়া।

পাহাড় চোখে ঝরনা ঝরে
পাখির ঠোঁটে গান,
তোমার মুখে চাঁদের হাসি
জুড়ায় আমার প্রান।

যদি না পাই তোমার দেখা
সবই লাগে শূন্য একা
তুমি সে নয়নও তারা।

কন্ঠ: শুভ্র দেব, অনু
সুর: প্রণব ঘোষ