মাটির ইঞ্জিন এই দেহটা

মাটির ইঞ্জিন এই দেহটা
পুইড়া হইলো কালা,
নিঠুর তুমি এই প্রাণেতে
আর দিও না জ্বালা।

বুকের পাঁজর ভাঙে যেন
বরষারও নদী,
এই অন্তরে বাসা বান্ধে
দুঃখ নিরবধি,
পাষাণ তুমি সুখকে নিয়া
একা কইরা গেলা।

নিশীরাতে জোনাক জ্বলে
চোখে জ্বলে স্মৃতি,
একা একা কাটে না যে
বিরহের তিথী,
হৃদয়হীনা হৃদয়টাতে
তীর বিধাইয়া গেলা।

কন্ঠ: তপন চৌধুরী
সুর: প্রণব ঘোষ