বঁধুয়া আমার কান্দে নিরলে,
সাঁঝের বেলায় ধূপ জ্বালাইয়া
কাঁন্দে নিরলে।
মাটির চুলায় তুষ যে জ্বলে,
কইলজা পুইড়া অঙ্গার হয় রে, হে…
এই জনমে বন্ধুর দেখা
জুটল না কপালে।
মরা গাঙে জোয়ার আসে,
কত মাঝি উজান বায় রে, হে…
বঁধুয়া আমার মনের তরী
ভাসায় নিরলে।
শাল বনেতে তুফান লাগে,
বঁধুয়া আমার চাইয়া থাকে, হে…
সবুজ পাতা ঝইরা পড়ে
চোখের আড়ালে।
কন্ঠ: শুভ্র দেব
কথা: মোহাম্মদ এ বাশার
সুর: প্রণব ঘোষ
গানটির মূল গীতিকারের ব্যাপারে কোন সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হয় নি।