আমি চিরকাল প্রেমের কাঙ্গাল

আমি চিরকাল, প্রেমেরও কাঙ্গাল।।
যে ডালে বান্ধি বাসা।।
ভাঙ্গে সেই ডাল আমার এমনই কপাল,
হায়রে এমনই কপাল।

আমি চিরকাল, প্রেমেরও কাঙ্গাল।।

কত জনার দেখা পাইলাম,
আমার কাছে আমি রইলাম।।
কারো আমি হইলাম না আপন,
স্রোতেভাসা শ্যাওলা যেন আমার এই জীবন,
জগত জুড়ে মানুষ আছে মনেরই আকাল,
শুধু মনেরই আকাল।

আমি চিরকাল, প্রেমেরও কাঙ্গাল।।

সুখের চাবি হাতে নিলাম,
দুঃখের সাথে ঘর করিলাম।।
বিধির বিধান না যায় রে খন্ডন,
অন্তরেতে আগুন আমার চোখেতে কান্দন,
অন্তর্যামীর নিঠুর খেলা চলবে কতকাল,
বলো চলবে কতকাল।

আমি চিরকাল, প্রেমেরও কাঙ্গাল।।

যে ডালে বান্ধি বাসা।।
ভাঙ্গে সেই ডাল আমার এমনই কপাল,
হায়রে এমনই কপাল।

আমি চিরকাল, প্রেমেরও কাঙ্গাল।।

শিল্পীঃ এন্ড্রু কিশোর
সুরঃ শেখ সাদী খান
ছায়াছবিঃ প্রিন্সেস টিনা খান