নিঃশ্বাসে প্রাণ
সেই প্রাণে আছো তুমি,
বিশ্বাসে প্রেম
সেই প্রেমে আছো তুমি।
তুমি, শুধু তুমি।
ফুল যদি না ফোঁটে
বাগানতো হয় না সুন্দর,
অন্তরে যদি না থাকো
ভরেনাতো এ অন্তর।
চিরদিন হৃদয়ে আশাতে-ভাষাতে
একটি দাবী তুমি।
চোঁখজুড়ে যা আছে
সেতো শুধু তোমারই স্বপ্ন,
সেই স্বপনে আমি
সারাবেলা থাকি যে মগ্ন।
মনে হয় পৃথিবী দেয়ালে ঝোলানো
একটি ছবি তুমি।
কন্ঠ: কুমার বিশ্বজিৎ
সুর: ফরিদ আহমেদ