পাল তোলা নায়

পাল তোলা নায়, হাল ধরা
মাঝি হয়ে ভেসে গেছি মাঝ দরিয়ায়
যদি কলতানে জোয়ারে-জোয়ারে
ভেসে আসো এই নির্জনতায়।

আমি ঢেউ গুনেছি, তুমি আসবে জানি
সেই আশায়।

পূর্ণিমা রাত আমাকে জাগিয়ে স্বপ্ন আঁকে
উদাসী হাওয়ায় তোমার সুবাসের পরশ মাখে
কি দোষ হবে যদি দুটি মন
এক হয় মিলনের জোছনায়।

আমার পৃথিবী জড়াবে আঁধারে তুমি না এলে
অথৈ সাগরে হারাবো কখনো দুঃখ পেলে
কি সুখ পাবে যদি এ নয়ন
আকাশের মেঘে বৃষ্টি ঝড়ায়।

কন্ঠ: আইয়ুব বাচ্চু