জেগে থেকো সারা রাত
জানালায় দাঁড়িয়ে একা,
খুলে রেখো দু’টি চোখ
পাবে তুমি আমার দেখা।
আমি যে দেবো ডাক
চুপিসারে নীরব আঁধারে,
নিয়ে যাবো তোমাকে
রাতের অভিসারে দূরে।
ধীরে ধীরে ফেলো পা
ধরা পড়ে যেও না,
বাতি জ্বেলে তুমি এসো না
জেগে যাবে বাবা মা।
লুকিয়ে এসো তুমি
অভিসারী রাতের আঁধারে,
নিয়ে যাবো তোমাকে
রাতের অভিসারে দূরে।
ঝড়ো হাওয়া হয়ে আজ
হারাবো দূর সীমানায়,
মাঝরাতে যাবো চলে
আঁধার কোন মোহনায়।
দিপালী জ্বালিয়ে আজ
ভেসে যাবো প্রেমের শিহরণে,
নিয়ে যাবো তোমাকে
রাতের অভিসারে দূরে।
ঘুমহারা চোখে দেবো
একরাশ আদর মেখে,
কোমল ছোঁয়ায় ঐ হৃদয়ে
দেবো আমার ছবি এঁকে।
হৃদয়ে রেখো বিশ্বাসটুকু
যতনে সঙ্গোপনে,
নিয়ে যাবো তোমাকে
রাতের অভিসারে দূরে।
কন্ঠ: মাকসুদুল হক
সুর: এস,এম,খালেদ
সঙ্গীত: আশিকুজ্জামান টুলু