এই সাধ মনে

(সঙ্গীত।)

এই সাধ মনে;-
তোমার অমৃত নাম বিলাব অনাথ জনে।-
তোমা হ’তে দূরে দূরে
ভ্রমে যারা ঘুরে ঘুরে,
নিরাশ আঁধার মাঝে বিপথে বিষয়-বনে।
তোমার প্রেমের আলো
ধরিব সে আঁখি পরে,
তোমার অভয় বাণী
শুনাব মধুর স্বরে।
তোমার শান্তির কোলে
লয়ে যা’র সাথে ক’রে
তোমার স্নেহের সুধা পিয়িব সবার সনে।-

১৩০৩ সাল।