প্ৰভু গো! চেতনময় রূপে
রহ সদা হৃদয়ে আমার!
আর যেন পারে না পশিতে
ছদ্মবেশে পাপ দুরাচার!
এই ভিক্ষা চাহি দয়াময়!
আর যেন স্রোতের মুখেতে
তৃণ হেন ভেসে নাহি যাই!
নীরব নিশ্চেষ্ট নাহি থাকি,
অদৃষ্টের মানিয়া দোহাই!
ধ্রুব তারা! তোমার চরণে,
স্থির লক্ষ্য যেন না হারাই!
এই ভিক্ষা চাহি দয়াময়!
১৩০৪। আষাঢ়।