আসিবে সে ফিরে

আসিবে সে ফিরে পুনঃ, আসিবে আবার;
বলে গেছে আঁখি তার বলে গেছে মন;
তা ন’লে ফুটিত অশ্রু হাসিতে তাহার;
-এতই সহজে ছেঁড়া যায় কি বাঁধন?

পাষাণ যদি সে হয় নিতান্তই সখা,
অবিরত নিদারুণ শতঘ্নী-আঘাতে
সে পাষাণে একটুও পড়েনি কি রেখা?
-অথবা সে বারিবিন্দু কমলের পাতে?

তার ধর্ম্ম সে রাখিবে আমার কি তায়?
আমি শুধু বেঁচে আছি আশ্বাসে আশার;
এ আশাও অবশেষে যদি ভেঙে যায়;
সে কথা, সে কথা আজ বোলোনাক আর!

ওই যে পতঙ্গ ক্ষুদ্র মুগ্ধ-রূপশিখা-
আসন্ন মৃত্যুর কথা জানা’য়ো না ওরে;
নির্বিঘ্নে সফল হোক্ অদৃষ্টের লিখা;
র’তে দাও, যতক্ষণ আছে মোহঘোরে।

মোহ টুটে গেলে পরে যে তীব্র চেতনা,
পলে, পলে, দণ্ডে, দণ্ডে, দহিবে জীবন,
হায় বন্ধু, তার চেয়ে অসহ্য যাতনা
কল্পনাও করিবারে নারে কোন জন!

১৩০৫। অগ্রহায়ণ।