বাকি

যে কাজ সাধিতে জনম মোদের,
সকলই যে তার রয়েছে বাকি।
তাই সদা এই মনে ভয় হয়,
পাছে না সাধিতে কাজ দিয়ে যাই ফাঁকি।

১২৯৯; ভাদ্র।