ঘুচেছে সকল সাধ, সাজিব যোগিনী,
বিভূতি ভূষিত অঙ্গ গৈরিকধারিণী।
রুদ্রাক্ষের মালা আহা শ্রেষ্ঠ অলঙ্কার,
সাদরে ধরিব এবে অঙ্গে তা আমার।
দূর কর হীরা মুক্তা! দাও বিলাইয়া-
দীন দরিদ্রেরে, আর কি কাজ রাখিয়া।
লালসা বিলাসমাখা ঐশ্বর্য্যে কি হবে,
অনন্তের পথে যদি কাজ নাহি দিবে।
কর্ম্মপথ সম্মুখেতে রয়েছে বিস্তৃত,
সাধিতে পারি গো যেন জগতের হিত।
কৰ্ম্ম কৰ্ম্ম এই বাক্য রবে সদা মুখে,
প্রাণ মন ঢেলে দিব জগতের সুখে।
নাহি চাই কৰ্ম্মফল, নাহি চাই কিছু,
অগ্রসর হব শুধু নাহি চাব পিছু।
জগৎ সংসার মোর আপনার ঘর,
সকলেই ভাই বোন কেহ নহে পর।
ভাই ভগিনীর কাজে জীবন আমার
যাপিবে, কামনা মোর নাহি কিছু আর।
প্রভাত হইবে যবে এ ঘোর রজনী,
চলে যাব মহালোকে হইতে ধরণী।
হে পিতা হে পরমেশ এই শুধু দিও,
-তখন আমারে তুমি কোলে তুলে নিও৷
১৫ই শ্রাবণ, ১৩০১।