বিরহে

সে যে গেল।

(গীত)

(১)
সে যে গেল আজো ফিরে এলো না
ফিরে এলো না সজনি!
নয়নের জলে ভাসাই বক্ষঃ;
শুধু ভাসাই বক্ষঃ দিবা রজনী।
সেই সব তার, সেই সব তার,
সবি আছে পড়ে যাহা যেথাকার,
শোভাহীন যেন, প্রাণহীন যেন
মনে হয়;
হেরি, হেরি, আঁখি জলে ভ’রে আসে
খালি হয়ে যায় বুক দীর্ঘশ্বাসে
আকুল তিয়াসা উথলিয়া উঠে
-ভরি’ হৃদয়।

(প্রিয়!) কবে তুমি ফিরে আসিবে?
প্রাণের আমার সকল তিমির নাশিবে!
হায়, কাছে ডাকি আজ,- যবে ছিলে কাছে
দ্বিধা, অভিমানে দিবস গিয়াছে,
নিদয় বিরহ! তোরি অহরহ
জয়-গাথা লোকে ঘুষিবে।

১৩০৫।