দুর্গোৎসব

সারা বৎসর পরে, এলি মাগো ধরা’ পরে,
নেগো কোলে ছেলেদের তুলি;
আশাপথ ছিল চেয়ে, দেখ্‌ তোর দেখা পেয়ে,
মা মা! করে ডাকে ছেলেগুলি।

যতনে তুলে নে কোলে, মধুর স্নেহের বোলে,
তৃষার্ত্তের হৃদয় জুড়াক্‌;
আদরে তাদের গায়ে, পদ্ম হাত দে বুলায়ে,
রোগ শোক তাপ দূরে যাক্।

তোরে মা বলার তরে, সারা বৎসর ধরে,
রেখেছে জমায়ে কতই কথা;
অশ্রু ও যাতনা জ্বালা, গেঁথেছে কতই মালা,
বুকে ভরা আছে কত ব্যথা।

মুছে দে মা আঁখিজল, দে বুকে নবীন বল,
দুরবল হোক্ বলবান;
অন্নপূর্ণে দে মা অন্ন, ঘুচুক বঙ্গের দৈন্য,
দুরভিক্ষ পীড়িত পরাণ।

বাঁচুক দয়ায় তোর, কাটুক আঁধার ঘোর,
হাহাকার ঘুচুক তাদের;
(উথলে নয়ন লোর), ত্রিনয়ন মেলি তোর,
দেখ্‌ দশা ফরিদপুরের।

শুধু অস্থিমাত্র সার, দাঁড়াইয়া সারে সার,
হাজার হাজার তোর ছেলে;
অশন বসনহীন, কাঙ্গাল দরিদ্র দীন,
ডাকে ওই ‘মা”মা”মা”মা’ বলে।

কাতর কণ্ঠের ধ্বনি, শূন্যে হয় প্রতিধ্বনি,
জাগাইয়া তোলে দশ দিক;
এ আর্ত্ত কাতর রবে, স্থির আছে যারা সবে,
-তাহাদের শত বার ধিক্!

দয়াময়ী তুই মাতো, কভু স্থির রবি না তো,
গৃহহীন অন্নবস্ত্রহীন;-
এই শত শত ছেলে, মাগো তোর দয়া পেলে,
রক্ষা পায়, ওই স্বর ক্ষীণ;-

বাজে না কি তোর কাণে, পরশে না তোরো প্রাণে?
না-না তুই নিদয়া ত নয়;
সন্তানের আঁখিজল, দেখিয়ে কোথায় বল্,
জননী অধীরা নাহি হয়।

এ অভাগী তোর কাছে, আর কিছু নাহি যাচে,
অনাথ সে ভাই বোন্‌দের;-
জগৎমাতা মহামায়া, দে মা তোর পদছায়া,
ঠাঁই আর কোথায় তাদের।

ঘুচুক বঙ্গের দৈন্য, অন্নপূর্ণে দে মা অন্ন,
দারুণ ক্ষুধিত ভাই বোনে;
প্রসারি কোমল হস্ত, বস্ত্রহীনে দে মা বস্ত্র,
দে আশ্রয় নিরাশ্রয় জনে।

মা গো তোর তনয়ার, রেখেছিস কিবা আর,
সুখ সাধ নিয়েছিস হরে;
সবি তুই দিয়েছিলি, এরি মাঝে কেড়ে নিলি,
এবে এই ধরণী উপরে;-

আর মোর কিছু নাই, স্বদেশ ভগিনী ভাই-
ইহাদেরি মুখ চেয়ে আছি;
এদের দেখিলে দুখ, বিদরে যেন গো বুক,
তাই তোর কাছে এই যাচি।

পুজিতে চরণ মা’র, লয়ে পুষ্প অর্ঘভার,
কারা ভাই দুয়ারে দাঁড়ায়ে!
এ নয় পূজার রীতি, যদি চাও মার প্রীতি,
দাও হস্ত দরিদ্রে বাড়ায়ে।

পাপ তাপ মলিনতা, ঘুচাও ব্যথীর ব্যথা,
ভেদাভেদ করো না গণন;
সাধু ইচ্ছা ভাই, যার, জননী সহায় তার,
-এই ব্রত করহ মনন।

আনন্দ ভকতি স্নেহ, পূর্ণ হোক বঙ্গ গেহ,
আত্মপর, উচ্চনীচ জ্ঞান,-
হিংসা দ্বেষ কুটিলতা, ঘৃণা ক্রোধ নিষ্ঠুরতা,
সবে তারা করুক প্রয়াণ।

সারা বৎসরমাঝ, শুভ দিন ভাই আজ,
এস গো ধরিবে কে এ ব্ৰত;
ছুঁইয়া চরণ মার, কর এ প্রতিজ্ঞা সার,
পর উপকারে রবে রত।

মার পূজা এরি নাম, অন্য পূজা নাহি চান,-
জননী তোদের কাছ হতে;
বৎসরান্তে এক বার, আগমন হয় মা’র,
হিসাব, কাজের তাঁর, ল’তে।

নিঃস্বার্থ, নিস্কাম ভাবে, তাঁর প্রিয় সাধ সবে,
আনন্দিতা হবেন জননী;
প্রেমানন্দ শাস্তিময়, স্বর্গ আর কারে কয়?
হবে স্বর্গ মোদেরি ধরণী।

২১শে আশ্বিন, ১৩০১