এক টুকু ঠাঁই

হেসো না হেসো না সখি
কয়ো না কঠোর কথা,
দেখাব হৃদয় মম
বহে কি গভীর ব্যথা।

কিছু নাই কিছু নাই
এ হৃদয়ে আর মোর,
তোমাদেরি স্মৃতি, আর
আঁধার বিষাদ ঘোর।-

ছেয়ে আছে এ আমার
প্রাণ মন দেহ হৃদি,
করুণ ক্রন্দন সুর
উঠিছে মরমভেদী।

ইহা বিনা শূন্য সবি,
একা একা শুধু একা;
পড়ে আছি এ বিজনে
কারো নাহি পাই দেখা।

কে দিবে গো অভাগীরে
একটু মধুর স্নেহ;
কহিবে অমিয় কথা,
জুড়াবে হৃদয় দেহ।

ফুরায়েছে সাধ আশা
শুধু এই টুকু চাই,
তোমাদের ও হৃদয়ে
এক টুকু দিও ঠাঁই।

২৬শে ভাদ্র, ১৩০১।