সকলেরি এ সংসারে
একটা উদ্দেশ্য আছে,
সকলেই প্রতি দিন
নিজকাজে চলিয়াছে।
আমি শুধু এ সংসারে
রয়েছি উদ্দেশ্যহীন,
কেহ সাথে নাই মোর
আছি একা উদাসীন।
দুস্তর এ ভবনদী
কাহার ধরিব হাত,
এ দুর্গম বন পথে
কে যাবে আমার সাথ।
প্রতি দিন চেয়ে দেখি
ভাসিয়া সংসারস্রোতে;
কত কাজে, কি উদ্দেশে
কত লোক চলে পথে।
কেহ তারা একা নয়,
সবারি দোসর আছে;
হাত ধরাধরি করি
সোৎসাহে চলিয়াছে।
উদ্দেশ্য, উৎসাহহীন
আমি এক প্রান্তে পড়ে,
কে হাত বাড়ায়ে দেবে
আমারে করুণা করে।
৯ই আশ্বিন, ১৩০১।