এক্‌টী সঙ্গীত

হরি হে! দীন বন্ধু, প্রেমসিন্ধু,
ভবসিন্ধুকর্ণধার।
আমায় কর পার হে।
তুমি,- ভকত বৎসল, – অধমতারণ,
শোক সন্তাপহারী;
আমি,- করেছি শরণ, তোমারি চরণ,
রাখ রাখ প্রভু পদে।
আমায়,- শান্তি দাও, পবিত্র কর
চরণধূলি দানে;
পাপ প্রলোভনে রাখগো দূরে
মাতাও প্রেমে তোমার হে।
হে বিশ্বদেবতা অসীম সুন্দর
অনন্ত শক্তি জ্যোতিৰ্ম্ময়!
বিকাশ শক্তি এ হৃদি’ মাঝে,
কর অপ্রেম সংহার হে।

সিন্ধু। একতালা।