এস অশ্রু এস!

জীবনের সঙ্গিনী আমার,
আয় আয় প্রিয় অশ্রুধারা;
তোরে পেয়ে জুড়াইবে মোর
এ হৃদয় পাগলের পারা।

হাসি খেলা আমোদ আহ্লাদ,
সবি মোর গিয়াছে চলিয়ে;
এবে শুধু তুমিই সম্বল,
জুড়া তুই এ উত্তপ্ত হিয়ে৷

সংসারের কোলাহল আর
ভাল নাহি লাগে কাণে মোর;
নিরজনে আপনার মনে
তোরে লয়ে রহিব বিভোর।

সুগভীর নীরবতা মাঝে
কাঁদিব গো পরাণ খুলিয়া;
জীবনের কটা দিন এই,-
এই রূপে যাইবে চলিয়া।

১৭ই ভাদ্র, ১৩০১৷