গৌরাঙ্গের প্রেমের বাজার

(সঙ্গীত)

খুলেছে প্রেমিক এক প্রেমের বাজার নদীয়ায়।
(কে আছে) প্রেমভিখারী নরনারী
নিবিরে প্রেম যদি আয়!
এ প্রেমের এমনি ধারা, পরশে লোক পাগল পারা,
(বয়) নীরস প্রাণে রসের তুফান
(এ) প্রেমের হাওয়া লাগলে গা’য়।
পাপী তাপী আয় রে চলে,
আছিস্ যেথায় যত জনা;
চলে যা’ স্বর্গপুরে হরি বলে,
নিয়ে এর এক্‌টী কণা!
অসীম এ ধনের আগার, কিছুতে নহে ফুরাবার,
বিন্দুতে সিন্ধু হ’য়ে স্বৰ্গ মৰ্ত্ত ডুবে যায়!
(এর) নাইক তুল্য, নাইক মূল্য,
যে জন নিতে পারে,- অম্নি পায়!