হাসি তুই জনমের মত
কাছ হ’তে চলে যা, আমার;
স্থান তোর নাই এক তিল
এ দগধ হিয়৷ মাঝে আর।
নিবিড় শ্মশানে পরিণত
হয়েছে সাধের ফুলবন;
ফুরায়েছে সবি আশা মোর,
প্রাণ এবে মরুর মতন।
এক দিন কত সুখে তোরে
রেখেছিলু হৃদয়ে ধরিয়া;
হারায়েছি সবি সুখ আজ,
তুইও এবে যা তবে চলিয়া৷
আসিস্ না কাছে মোর আর,
রহিস সদাই দূরে দূরে;
ও জগতে স্থান নাই মোর,
এবে বাস বিষাদের পুরে
হাসি তুমি তারি কাছে যাও-
যে পৈয়েছে নব সুখস্বাদ;
তারি হৃদে মধু ঢেলে দাও-
বিধি যারে সাধে নাই বাদ।
১৭ই ভাদ্র, ১৩০১।