যাও তবে যাও!
এ মোর বাসনা তুমি বিভুর কৃপায়,
ও অশান্তিময় হৃদে শান্তি যেন পাও।
কি বলিব আর-
করিতে পারিনি সুখী, কিন্তু জেনো মনে,
কুশল সদাই মাগি কাছে বিধাতার।
রহিয়াছে গাঁথা-
সদা তব কথা মনে, যেন বোধ হয়
একটী পাষাণ মোর বুকে আছে পাতা।
হা ধিক্ আমারে!-
এমনি অভাগী আমি এ ধরণী মাঝে,
এক টুকু সুখ দিতে নারিলাম কারে।
আমার জনম্-
জ্বলিতে শুধু কি, আর জ্বালাতে অপরে?
আর ত খুজিয়া কিছু পাই না করম্।
চাহ না ত তুমি-
আমার এ স্নেহ, চাহ সীমাবদ্ধ যাহা,-
ব্যাপিয়া রহিবে শুধু ও হৃদয়ভূমি।
তব এ বাসনা-
অনন্ত প্রেমের পথে চলেছে যে জন,
পূর্ণ করা তার কাছে অসাধ্য সাধনা।
কি করিব তবে,-
কেমনে আনিব সুখ তোমার পরাণে
প্রাণ দিতে পারি যদি তাতে সুখী হবে?
তাও ত চাহ না!
নয়নের অন্তরাল যেয়ে কিছু কাল
শিখ বিভু প্রেম তবে- এ মোর কামনা।
কাৰ্ত্তিক, ১৩০১।