সবি সেই আছে পোড়ে,
নাহি শুধু এক জন,
এই সে সাধের গেহ,
এই সব পরিজন।-
ছিল যার, ফেলে সবি
সে কোথায় চলে গেছে!
কার লাগি এখনও
এ সর্ব রয়েছে বেঁচে!
কিসের আনন্দধ্বনি
আজিকে করিছে সবে?
এ গৃহের অধীশ্বর
ফিরে কি এলেন তবে?
না তো না, সেখানে গেলে-
ফিরিতে পারে না কেউ
তবে তোরা তুলেছিস্
কিসের আনন্দ ঢেউ?
হাঁ- হাঁ- মনে পড়িয়াছে
দোলখেলা বুঝি আজ!
তাই তোরা পরেছিস্
আজি এ লোহিত সাজ।
ভাল লাগিছে না মোর
এ আনন্দ তোমাদের;
মনে পড়িতেছে কথা
সেই গত বছরের।
তখনো ছিলেন তিনি
এই দিনে আজিকার;
কি আনন্দমাখা ছিল
হৃদয়েতে এ আমার!
কাঁদিয়া কাটাতে হবে।
তখন না জানিতাম
সে খেলাই শেষ খেলা,
কাঁদিয়া কাটাতে হবে
জীবনের সারা বেলা।
২৮শে ফাল্গুন, ১৩০১।