কামনা

এই আঁখি-জল,
এর স্রোত রুধিও না,
বহিয়া যাইতে এরে
দাও অবিরল।

এই দীর্ঘ শ্বাস,
হৃদয় বিদীর্ণ করা
নিদারুণ যাতনার
তরঙ্গ উচ্ছ্বাস,
ইহারে কোরোনা প্রভু! হ্রাস!

এই হাহাকার,
উচ্চ হ’তে উচ্চ রবে
ধ্বনিত করুক চির
ভুবন আমার!
-কামনা, নাহিক কিছু আর!

১৩০৫। ভাদ্র।