কে সুহৃদ এ জগতে?

১। কে সুহৃৎ এ জগতে?
কেহ না কেহ না
ভালবাসা কারো কাছে
চেহ না চেহ না!
আমি,- দেখিছি অনেক লোক,
পেয়েছি অনেক শোক,
আপনার এ সংসারে
দেখিনি কারে;
হেথা,- কেহই কাহারো পানে
চাহে তো নারে!
২। থাক তুমি দূরে দূরে
যেও না হোথা,
মিছে যাওয়া; কেহ ডেকে
কবে না কথা।-
হায়!- কেন ফেল অশ্রুবারি,-
মুছে ফেল ত্বরা করি,
মুছাবার কেহ নাই-
নয়ন জল;
হেথা,- কি হবে রহিয়া সখী!
ফিরিয়া চল্‌।
৩। এসেছিস যথা হ’তে
চলে যা’ তথা,-
চ’খে লয়ে অশ্রুজল
হৃদয়ে ব্যথা।-
আর,- চাহিস্‌নে ভালবাসা,
করিস্‌নে কোনো আশা,
এ নিঠুর স্বার্থপর
জগতের কাছে;
চলে যাও তাই লয়ে-
যা তোমার আছে।-

৮ই পৌষ, ১৩০১।