কত আয়োজন

(সঙ্গীত।)

আমার কনিষ্ঠা ভগ্নী শ্রীমতী প্রমোদিনীর শুভ
পরিণয়োপলক্ষ্যে রচিত।

কত আয়োজন একটী হৃদয়ে
তব আগমন লাগিয়া।
কত আশা সাধ তরুণ সে মনে
ধীরে ধীরে ওঠে জাগিয়া।-
এস তুমি তার শূন্য মন্দিরে
দেবতার বেশ ধরিয়া।
রুদ্ধ ছিল যে প্রীতির উৎস,
-উঠিবে বক্ষে ভরিয়া।
একের সহিত একের মিলন,
এক হবে দোঁহে মিলিয়া।
জগতের এই অনাদি নিয়ম
চিরদিন আসে চলিয়া।-
সংসার-দ্বার মুক্ত আজিকে,
দুটী আগন্তুক তরে।
কর আজি শুভ পদার্পণ দোঁহে
এ উহার কর ধরে’।-
হউক সংসার আনন্দ-নিলয়,
তোমাদের দুজনার।
ফেরে যেন সদা সাথে সাথে সাথে,
-আশীর্ব্বাদ দেবতার!

১৩০৫। মাঘ।