লক্ষ্যহারা

বিশাল ভবের মাঝে,
নিতান্ত একাকী সাজে,
চারিদিকে চাই
যেন এ বিস্তীর্ণ মরু,
এক্‌টী বিরাম-তরু
নাই, কোথা নাই!

অসংখ্য এ জনগণ,
উত্তপ্ত বালুকা সম;
কাতর পরশে;
উপেক্ষিত দৃষ্টি শত,
সহস্র রশ্মির মত
অনল বরষে!

এ অগ্নিকুণ্ডের তলে
গিয়াছে সকল জ্বলে,
হৃদি, প্রাণ, মন;
আর মোর কিছু নাই,
শুধু ছাই,- শুধু ছাই,
বলিতে আপন!

নিষ্প্রভ নয়নদ্বয়,
চরণ অবশময়,
সংশয় চিতে
ছিল লক্ষ্য, হারায়েছি,
যেতে, কোথা যাইতেছি,
পারি না বলিতে!

কক্ষভ্রষ্ট গ্রহ সম,
স্রোতোমুখে তৃণোপম,
তবু চলে যাই
কে জানে কোথায় যা’ব?
কূল পা’ব, কি না পা’ব?
ভাবি মনে তাই!

১৩০৪।