মানবের ভাগ্যলিপি মানবেরি লেখা

স্রোতের তৃণের মত যেও না ভাসিয়া,
বৰ্ত্তমান নহে নহে উপাস্য নরের;
কোরো না ভবিষ্যে ভুল, অদৃষ্ট ভাবিয়া,
সৃজিত সে তোমারই আপন করের।
তুমি যদি চাও তারে করিতে সুন্দর,
বর্তমানে করিও না নিয়ন্তা আপন;
জেনে রেখো সে কেবল তব অনুচর,
রাখুক তাহারে বশ তোমার শাসন।
উচ্ছৃঙ্খল প্রকৃতি যে অশ্ব দুর্দমন,
সে নিজ ঈপ্সিত পথে চাহিলেও যেতে;
তাহারে নির্দিষ্ট দিকে অবহেলে ল’ন
শিক্ষিত আরোহী, দৃঢ় অঙ্গুলী-সঙ্কেতে।
টেনো না সকল কাজে বিধাতারে একা;
-মানবের ভাগ্যলিপি মানবেরি লেখা!

১৩০৫।