মায়ের সাধ

হৃদয়ের রক্ত দিয়া সিক্ত প্রতি গান!
নহে শুধু প্রাণহীন নৈপুণ্য কেবল।
আমার মনের তোরা স্নেহের সন্তান।
তোদের কল্যাণ তরে সতত চঞ্চল
মোর মাতৃ-হিয়া। সর্ব্ব রস আকর্ষিত
জীবন হইতে মোর, পরিপুষ্ট তরে
তোদের জীবন। যথা স্বযত্নে বৰ্দ্ধিত
ধরিত্রীর বক্ষে শ্যাম শস্য স্তরে স্তরে,
তেমনি আমার তোরা; হোস্ সেই মত
সর্ব্বশুভকর; মোর সদা এই সাধ।-
আছে ত্রুটি, অপূর্ণতা, অশোভন যত,
পড়ুক সে সবে বিধাতার আশীর্ব্বাদ!
নিরাময় পূর্ণাঙ্গ লভিয়া তাঁর বরে
ভ্রমিস্ স্বজন সম প্রতি ঘরে ঘরে!

১৩০৫ সাল।