মিলনে ও বিরহে

মিলনে সময় লঘু-পাখা,-
কোথা দিয়ে ত্বরা চলিয়ে যায়;
কে জানে বরষ, ঋতু, মাস,
জেগে থেকে কাটে স্বপন প্রায়।
একখানি হাসি, মুখ একখান,
একটু অশ্রু, কভু অভিমান,
এই ছাড়া যেন বিশ্ব নিখিলে
নাহি থাকে আর কিছু কোথায়।

বিরহ,- সময়-বিহগের
পক্ষ দুখানি ছেদিয়া দিয়া,
নিরমম প্রহরীর সম
রাখে তারে দ্বারে বসাইয়া।
দুটী দিন, তাও নাহি কাটে যেন,
মনে হয় বলি শতযুগ হেন,
কত সন্দেহ, ভয়, নিরবধি
রাখে আকুলিত করিয়া হিয়া।

১৩০৪। ২রা ফাল্গুন।