মধুর বসন্ত চেয়ে

(অনুবাদ)
“Swifter far than summer’s flight.”

মধুর বসন্ত চেয়ে ত্বরিতগামিনী,
রমণী-যৌবন চেয়ে লঘু বাষ্প-ছাওয়া,
দীরঘ ইহার চেয়ে মিলন-যামিনী,
আগমন তব আর দূরে চলে যাওয়া।

পত্রপুষ্পহীন-বক্ষঃ ধরণী যেমন,
অথবা রজনী যথা নিদ্রাহীন-আঁখি,
কিম্বা আশা-হৰ্ষ-হীন হিয়ার মতন,
তোমারে হারাযে আমি রয়েছি একাকী।

* * * *

প্রতিদিন, প্রতিদিন, হৃদয় আমার,
সোৎসুকে অপেক্ষা করে দিবস অন্তের;
প্রতিদিন বেড়ে ওঠে দুঃখের পাখার;
-হেমন্ত বৃথায় মাগে, শোভা বসন্তের!

P. B. Shelley.

১৩০৫। ১৫ অগ্রহায়ণ।