(১)
চির-দীন স্বদেশবাসীর
অন্নপূর্ণা মাতা তুমি ছিলে;
আজি এই অন্নহীন দিনে
তুমিও কি তাদের ত্যজিলে?
তুমি যে পরম দয়াময়ী,
পর-দুঃখে অধীর হৃদয়;
আদি হ’তে সীমান্ত অবধি
লক্ষ স্বর হাহাকারময়
ওই শোন উঠিছে উচ্ছ্বসি’!
উঠিছে ভেদিয়া নীলাম্বর!
কার প্রাণে বাজিছে বেদনা?
হেন আছে কে পরার্থপর?
দীন দেশ, এখনো মোদের
হয়নি নিতান্ত হীনধন:
সাধিতে ধনের সফলতা
চাই যাহা, বিরল সে মন!
তুমি ছিলে দৃষ্টান্ত একাকী,
তুমিও তো আজিকে চলিলে!
-কৰ্ত্তব্য সম্পূৰ্ণ হ’য়ে যায়,
নিয়তির কাল ফুরাইলে!
(২)
যাও তুমি; খেদ তব মনে
এক তিল রেখোনা কো আর;
পৃথিবীর নিয়ত অভাব
কার সাধ্য আছে ঘুচাবার!
সম্মুখে স্বরগ-দ্বারে তব
দেবতারা সহাস্য বদনে
দাঁড়াইয়া; লইতে তোমারে
সমাদরে সে পূত সদনে।
যাও দেবি! ধন্যা নারীকুলে
তুমি, তব লভ যোগ্য স্থান
তুমি যাবে,- রহিবে হেথায়
তব দীনদয়াময়ী নাম!