মৃত্যু

নহে মৃত্যু দুদণ্ডের অতিথি কেবল
আমাদের দ্বারে।
নিত্য সঙ্গী; অতুলন প্রভাব তাহার
জগত সংসারে।
এ দেহ বিক্রীত শুধু নয় তার পদে,
যত কিছু সবি।
স্বহস্তের চিহ্নাঙ্কিত, সবেতে মুদ্রিত
তারি ছায়া-ছবি!
ঋণী মোরা কত জন্ম, কত কাল যেন
আছি কাছে তার!
প্রত্যেক মুহূৰ্ত্ত চলি’ যায় জীবনের,
শোধিতে সে ধার!
আনন্দ, বিশ্বাস, স্নেহ, ভক্তি, প্রেম, আশা,
উচ্চ বৃত্তিগুলি,
ফুটে ওঠে পুষ্প সম হৃদয়-কাননে,
সৌরভে আকুলি’;
একে একে ঝ’রে পড়ে, বৃন্ত হ’তে টুটি’;
-মরে যায় তারা;
কঠোর পরশে তার শুখাইয়া আসে
নির্ঝরের ধারা!
তার পর অবশিষ্ট পড়ে থাকে যাহা,
তুচ্ছ দেহ খান,
তাহার চরণোপান্তে সে জন্মের মত
সর্বশেষ দান।-

১৩০৫। কাৰ্ত্তিক।