ঢেকে রাখ্ ঢেকে রাখ্
আগুন চাপাই থাক্!
ফুঁ দিয়া জ্বালাস্ কেন আর?
ও যদি জ্বলিয়া মরে,
সুখ বুঝি নাহি ধরে-
পাষাণ পরাণে ও তোমার!
যে গেছে, সে গেছে চলে
চির জনমের তরে,
দোষ গুণ সাথে গেছে তার;
আর বাড়াও না ব্যথা,
সেই ছাই পাঁশ কথা-
মিছে তুমি তুলে বার বার।
ধন্য গো তোমার প্রাণ,
সার্থক তোমার নাম,
তব পদে করি নমস্কার!
এ হেন কঠিন হৃদি-
কি দিয়া গড়েছে বিধি,
না পাই ধরায় নাম তার
২৯শে ফাল্গুন, ১৩০১।