কে সদা কাঁদিছে বসে নিরালা বিজনে!
কে সদা আপনা ভুলি, সুকরুণ তান তুলি,
গাহিছে অফুট স্বরে আপনার মনে।
দেখিতে না পাই তারে, শুধু দেখি অশ্রুধারে,
আর শুধু কাণে পশে সে করুণ তান;
ওই তার অশ্রু-দাম, নির্ঝর উহারি নাম,
ওই শোন ভেসে আসে বিষাদের গান!
কে তুই রে অভাগিনী, কি দিবস কি যামিনী,
কাঁদিস বিজনে বসি খুলিয়ে পরাণ;
তোর ও করুণ সুর, চাঞ্চল্য করিয়া দূর,-
গভীর বিষাদে মোর ঢেকে ফেলে প্রাণ।
কি অভাব তোর সখি, সদাই কি দুখে দুখী,
আঁখিজল এক তিল না মানে বিরাম;
তোরো কি আমারি মত, হৃদয় নিরাশাহত,
কঠোর অশনি ঘাতে দহেছে কি প্রাণ?
বড় সাধ দেখি তোরে, কাঁদি তোর গলা ধোরে,
মিশাই এ অশ্রুসাথে তোর আঁখিজল;
কহিব দুখের কথা, দেখাব হৃদয়ব্যথা;-
দেখাব জ্বলিছে সদা বুকে কি অনল।
৪ঠা ভাদ্র, ১৩০১।