নূতন গভর্ণর জেনারল লর্ড কার্জ্জনের শুভাগমন উপলক্ষ্যে

শোকাতুরা জননীর শূন্য ক্রোড়ে যথা
অভ্যর্থিত শতগুণ আদরে কুমার,
আজি বক্ষে ভারতের দুঃখ-বজ্রাহতা,
তেমনি উচ্ছ্বাস শুভাগমনে তোমার।

স্বরগের দূত সম লাগিতেছে মনে;
হৃদয় ভরিয়া তব এনেছ বহিয়া
কি নব সুসমাচার? আশার কিরণে
উঠিছে ভারত-মুখ রঞ্জিত হইয়া!

তাহার শ্মশান-বক্ষঃ উঠিছে শিহরি’,
চরণ-পরশ তব লভিয়া, হরষে।
পুনঃ শুষ্ক পুষ্প বুঝি উঠিছে মঞ্জরি’?
তোমার সরল কান্তি-অমৃত-বরষে

সর্ব্বাঙ্গে তাহার; যথা মেঘমুক্ত দিবা’
মধুর মধুর রশ্মি বরষে তপন।
উজ্জ্বল করিয়া তারে রাখুক ও বিভা;
কিন্তু যেন নাহি করে দগ্ধ কদাচন!

বিংশ কোটি হৃদি দিয়া গড়া সিংহাসন,
তোমার ভবিষ্য তরে আছে অপেক্ষায়!
সে আসন চেয়ে শ্রেষ্ঠ গৌরবের ধন,
মানবের আকাঙ্ক্ষিত কি আছে ধরায়?

১৩০৫। পৌষ।