অবিশ্বাসে

আর কেন।

(গীত)

(২)
আর কেন,- আর কেন?
শুধু, পাষাণে গঠিত নহে এ হৃদয় জেনো।
মনে কি করেছ খালি
সাজানো ফুলের ডালি,
বিলাস-বাসরে তব খেলানা!
বুকে রাখা, পায়ে দলা,
কিছুই না যায় বলা,
কোথা তব সরলতা,- কোথা তব ছলনা!

এই শুধু দয়া কর,
পথ হ’তে সর,- সর,
আর সে শমিত শিখা জ্বেলো না।
কে জানে মোহের ভুলে
লই যদি মুখে তুলে,
হলাহলে ভরা ওই পেয়ালা!
কুমুদ, কহলার ফেলে
যদি হায়! অবহেলে
আদরে গলায় পরি শেয়ালা!

১৩০৫।