মিস লিলিয়ান এডগার এমের ভারতে আগমন উপলক্ষ্যে
২রা মাঘ ১৩০৪ সনে ১নং হেরিংটন ষ্ট্রীট ভবনে
তাঁহার স্বহস্তে প্রদত্ত।
এস গো ভারতে, ধন্যা কন্যা প্রাচ্য জগতের!
প্রাণের সহিত মোরা করিতেছি অভ্যর্থনা।
দীন হীন ভগ্ন গৃহ যদিও এ আমাদের,
কিছু নাই পূজিবারে অতিথিরে তব সমা!
শুধু হৃদয়ের শ্রদ্ধা গভীর- গভীরতর;-
তাহাই কুমারীরত্ন! লও তবে লও ধর। ১।
ত্যজি’ জন্মভূমি-অঙ্ক, স্নেহময়, সুখময়,
স্বজন-বান্ধব-সঙ্গ ত্যজি একা অনায়াসে;
নূতন অজানা তব চিরহীন পরিচয়,
এসেছ প্রাণের টানে এ সুদূর পরবাসে!
আমাদের গৃহ আজি ধন্য আগমনে তব;
ধন্য আজি হেথাকার তব ভ্রাতা ভগ্নী সব। ২।
* * * *
আমাদের ভারতের ছিল সেই একদিন!
কোথাও ছিল না জ্ঞানে, ধনে, মানে, সম তার।
আজি সে কাহিনী শুধু; হইয়াছে গ্রন্থে লীন!
তাহাই সম্বল;- মোরা হারায়েছি সবি আর।
সে অপূর্ব্ব শিক্ষা নাই;- সে ঘোর তপস্যা নাই;
সে ক্রম-বিকাশ-ধৰ্ম্ম, হায়! কি রহেছে তাই? ৩।
তোমরা শিখাও পুনঃ পূর্ব্ব শিক্ষা সে বিস্মৃত;
উন্নতির পথে পুনঃ আমাদের চল ল’য়ে।
ঘুচাও করুণা করি অবস্থা এ জীবস্মৃত;
আমাদের অন্ধকারে থাক গো আলোক হ’য়ে!
ঈশ্বর তোমার মত মহত মানব হিয়ে,
কুশলে রাখুন সদা আশীর্ববাদ বরষিয়ে। ৪।
১৩০৪। ২ মাঘ।