অনেক দিন পরে

শ্রান্ত বড় এ হৃদয়।
আজি কত দিন পরে
এসেছে তোমার গেহে পুরাণ অতিথি
হাসিভরা মুখ লয়ে,
প্রীতিভরা বুক লয়ে,
লও তারে কাছে ডেকে হে জননি, হে প্রকৃতি!

তুচ্ছ কৰ্ম্ম-কোলাহলে
ব্যস্ত রাখি আপনারে,
সে হায়! ভুলিয়াছিল তোমা!
তুমি ততক্ষণ বসি’
একান্তে আপন মনে
নবতর শত শোভা রাশি-

তারি তরে, তারি তরে
ছিলে ব্যস্ত দিবানিশি
তুলিতে বিকাশি’।
তোমার উদার প্রাণে
রেখেছ সঞ্চিত করি
চাহিবার আগে হ’তে ক্ষমা।
সে যখন ভুলেছিল তোমা’।

আজি কত দিন পরে,
(কে জানে সে কত দিন,
যুগ কি যুগান্ত গেল বয়ে)
তোমার কোলের কাছে
বসিয়া, অতীত স্মৃতি
উঠিতেছে জাগরিত হয়ে।

তুমি আছ তেমনই
শোভাময়ী, স্নেহময়ী,
আমিই সে আমি আর নাই।
নহে, ভালবাসি ব’লে,
আজি এসেছিনু কাছে
শ্রান্ত মনে শান্তি যদি পাই।

তুমি বাঁধ, বাঁধ মোরে
সেই তব প্রেমডোরে,
আবার নূতন ক’রে আজ।
আমারে রাখ গো ধরে;
-বাহিরে থাকুক প’ড়ে
বাহিরের শত তুচ্ছ কাজ!

১৩০৬। আষাঢ়।