অভিমানী

হৃদয় যদি কাতর হয়,
জীবন যদি নাহিক রয়,
তবুও আর কভুও নয়,
নিদারুণ এ খেলা।
সকল আশা দিয়াছি বলি,
কি আছে আর কিই বা বলি?
ফিরিয়া তবে যাই গো চলি;
এখনো আছে বেলা।

দিয়াছ যাহা, ফিরিয়া লহ;
একটুখানি কণিকা স্নেহ;
ভুলিয়া যেও ভুলিয়া যে,
আজিকার এ কথা।
জানিও মনে নহেক প্ৰাণ
এতই নীচ, নিরভিমান,
যতটুকু সে পাইবে দান
ঘুচিবে তা’তে ব্যথা!

আপন হাতে আপন হিয়া
ফেলিতে পারি উৎপাটিয়া,
বারণ যদি নাহি শুনিয়া
বিপথ-পানে ধায়।
মধুর ওই বয়ানখানি,
দিনেক নাহি হেরিলে, জানি
অধীর হয় নয়নদ্বয়
নিবিড় পিয়াসায়!

শপথ তবু শপথ তবু
নাহিক আর দেখিব কভু;
দুহাতে আঁখি ফেলিব ঢাকি
ফিরাব মুখ কিবা।
অনলে লোহা গলিয়া যায়;
কে বলে তারে কঠিনকায়?
কঠিন যথা পরাণ সদা?
পুড়িয়া নিশিদিবা।

১৩০৪। ৯ ফাল্গুন।