(অনুবাদ)
অতি মনোরমা তখনি গোলাপ,
কলিকা-বয়স যখন তার;
উজ্জ্বলতর আশার মূরতি,
হলে অবসান আশঙ্কার!
সৌরভে ভরা মধুর গোলাপ,
ধোয়া সে ঊষার নীহার-দলে;
প্রেম হয় আরো প্রিয়তর অতি,
হলে সুবাসিত আঁখির জলে!
Scott.
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
(অনুবাদ)
অতি মনোরমা তখনি গোলাপ,
কলিকা-বয়স যখন তার;
উজ্জ্বলতর আশার মূরতি,
হলে অবসান আশঙ্কার!
সৌরভে ভরা মধুর গোলাপ,
ধোয়া সে ঊষার নীহার-দলে;
প্রেম হয় আরো প্রিয়তর অতি,
হলে সুবাসিত আঁখির জলে!
Scott.