প্রেমের সমাধিস্থান

(অনুবাদ।)

রমণী। ভালবাসা ত্যজে যদি কায়,
(সম্ভব যা নিকটে তোমার);
বল তবে হে কবি! আমায়,
সমাধির স্থান কোথা’ তার?

কবি। ভালবাসা রচিবে শয়ন,
জনমিয়া ছিল সে যথায়!
অবিশ্বাস কোরো না কখন,
বালিকা, এ কথা অবজ্ঞায়।

যদিও এ কল্পনা আমার,
করিতেছি আমি অনুমান;-
বক্ষ-মাঝে হইবে তোমার
প্রেমের নির্দ্দিষ্ট গোরস্থান!

লেখা র’বে উপরে তাহার
দুটী ছত্র; পড়িবে সবাই;
“এককালে ছিল যে আমার,
-“ভালবাসা ঘুমায় হেথায়!”

Coleridge. ১৩০৫।