প্রভাতে- এক খানি ছবি

(১)
প্রতিদিন আগেকারি মত
ঘুম ভাঙ্গে প্রভাতে যখন;
ব্যাকুল নয়নে চারিদিকে
কারে যেন করি অন্বেষণ।

কে যেন গো ছিল এক দিন,
আর না দেখিতে পাই তায়;
খুঁজিবার তরে রেখে মোরে
কে জানে সে গিয়েছে কোথায়।

(২)
প্রতিদিন ঘুমঘোর চোখ-
মেলি, যেন দেখিতে কাহায়;
যারে খুঁজি পাই না তো তারে,
এক খানি ছবি শুধু, হায়!-

প্রথমেই পড়ে চোখে মোর।
সে সৌম্য প্রশাস্ত মূরতিরে,-
আধ আলো আধেক আঁধারে,
প্রণিপাত করি নতশিরে।

২২শে ভাদ্র, ১৩০১।